মানুষের মুখ যদি সুন্দর হয় তাহলে মনেও থাকে প্রশান্তি। কিন্তু সেই মুখে যদি থাকে অবাঞ্ছিত লোম তাহলে মুখের পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। কিন্তু ঘরোয়া সহজ পদ্ধতিতে এই লোম সহজেই দূর করা যায়।
টমেটোর সাহায্যে মুখের এই অবাঞ্ছিত লোম দূর খুব সহজেই দূর করা যায়। সেরকম ১টি পদ্ধতি নিচে দেওয়া হলো।
পদ্ধতি ১ –
আরও পড়ুন : চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ সিদ্ধান্ত
টমেটো আমাদের ত্বকের জন্য খুবই প্রয়োজনীয় উপকরণ। টমেটো ও লেবুর রস দিয়ে বানানো স্ক্র্যাব আমাদের মুখের লোম পরিষ্কার করতে খুবই সহায়তা করে।
টমেটো এবং লেবুর রস সমপরিমাণে মিশিয়ে নিন। প্রয়োজনে এতে ১ চামচ চিনিও মিশিয়ে নিতে পারেন। এবার পেস্টটি লোমের অংশে মোটা করে মুখে লাগিয়ে নিন। এভাবে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ব্যবহার করুন সপ্তাহে ২ দিন। দেখবেন খুব দ্রুতই আপনার মুখের অবাঞ্চিত লোম থেকে মুক্তি পেয়ে যাবেন।
আনন্দবাজার/এইচ এস কে