সাধারণত জৈষ্ঠ্য মাস থেকে ইলিশের ভরা মৌসুম শুরু হয়ে থাকে। শীত মৌসুমে অর্থাৎ মাঘ মাসে হঠাৎ জালে এত ইলিশ ধরা পড়ায় জেলেরাও অবাক।
এবারের মৌসুম শেষ হওয়ার পরও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। তবে জেলেদের বেশিরভাগ জালেই আটকা পড়ছে দশ ইঞ্চির কম আকৃতির ইলিশ।
জেলা মৎস্য বিভাগ বলছে, গত ২০ বছরের ইলিশ ধরার রেকর্ড ছাড়িয়ে গেছে এ বছর। সরকার ইলিশ রক্ষার জন্য যে পদক্ষেপ নিয়েছে তা সফল হয়েছে, সেজন্যই ইলিশ মাছ বেড়েছে।
ইলিশ গবেষকের দাবি, নদী ও সাগরে ইলিশ সংরক্ষণে সরকারের নানা উদ্যোগের কারণে এখন এত ইলিশের দেখা মিলছে। এরই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে সারা বছরই নদীতে ইলিশ পাওয়া যাবে বলে মনে করছেন তারা।
আড়তদার মিরাজ ব্যাপারী জানায়, এক কেজি ওজনের ইলিশের মণ ৩২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সে হিসেবে প্রতি কেজির দাম পড়ে মাত্র ৮০০ টাকা।
এছাড়াও ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশের মণ ২০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। সে হিসেবে প্রতি কেজি ইলিশের পাইকারি দাম পড়ে মাত্র ৫০০ টাকা।
আনন্দবাজার/এম.কে