যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে নতুন আতঙ্ক। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে বহু মানুষের মৃত্যু হয়েছে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে।
চলতি মৌসুমেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজারের বেশি মানুষ। বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ কোটি। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই ইনফ্লুয়েঞ্জা ছড়াচ্ছে আতঙ্ক। আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে পাঁচজন।
আনন্দবাজার/ টি এস পি