ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের প্রভাব পড়েনি সবজির বাজারে

আগামীকাল সকাল থেকেই ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহন শুরু হবে। এদিকে নানা অজুহাত দেখিয়ে সবজির বাজার চড়া হলেও সিটি নির্বাচন উপলক্ষে কোনো প্রভাব নেই বাজারে।

গত সপ্তাহের ব্যবধানে কিছুটা নিম্নমুখী রয়েছে সবধরনের সবজির দাম। যেখানে সবজিভেদে কেজি প্রতি দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

তবে সবজির দাম কমলেও নির্বাচনের প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। গেল সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। একই সঙ্গে দাম বেড়েছে আমদানিকৃত পেঁয়াজেরও।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ, মালিবাগ রেলগেট বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৩০ টাকায়, শসা ৪০ থেকে ৩০ টাকায়, শিম ৩০ থেকে ২৫ টাকায়, বেগুন ৬০ থেকে ৩০ টাকায়, পটল ৪০ থেকে ৩০ টাকায়, ঝিঙা-ধুন্দুল ৪০ থেকে ৩০ টাকায়, করলা ৪০ থেকে ৩০ টাকায়, উস্তা ৫০ থেকে ৪০ টাকায় এবং কাঁচা মরিচ ৫০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবধরনের পেঁয়াজের। যেখানে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন