ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাসে ঘরবন্দি চীনা নাগরিকরা

চীনে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। আর এ কারণে মহানগরীগুলো এখন ভূতুড়ে শহর পরিণত হয়েছে। নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা।

প্রাণঘাতী এ ভাইরাস পুরো চীনে জুড়ে ছড়িয়ে পড়ায় দেশটির নাগরিকরা এখন শুধু ঘরবন্দি হয়ে সময় পার করছেন। এ ভাইরাস দেশটির ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ২১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৯ হাজার ৬৯২ জনের বেশি  আক্রান্ত হয়েছে।

আর জন্যই স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি সমস্ত যোগাযোগব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বিদেশি শিক্ষার্থী ও নাগরিকদেরও ঘর থেকে বাহির হতে দেয়া হচ্ছে না। ভাইরাসের কেন্দ্রস্থল উহান শহরে বাস, ট্রেন, বিমানসব ধরনের যানবহন বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার। এছাড়াও মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে।

গত ৩১ ডিসেম্বর থেকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার এরপর থেকে এখন পর্যন্ত ২০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন