ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ১ কোটি ৪৫ লাখ ডলার দিচ্ছেন জ্যাক মা

চীনে করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার ও চিকিৎসার সহায়তা করতে ১ কোটি ৪৫ লাখ ডলার অনুদান দিয়েছেন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা।

করোনাভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধমূলক বিভিন্ন কার্যক্রম এবং প্রতিষেধক উদ্ভাবনের কাজ এগিয়ে নিতে এই অর্থ দান করেছেন এই ব্যক্তি। জ্যাক মা বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট আলিবাবার প্রতিষ্ঠাতা। এছাড়াও বিল এবং মেলিন্ডা গেটসের সাথে মিলে আরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা এবং প্রতিষেধক আবিষ্কারের জন্য গবেষণা সংগঠনগুলোকে বিনামূল্যে কৃত্তিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করার প্রস্তাব দেয় বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা।

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। এবং কাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১১ জন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন