ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেক্ষাগৃহ বুকিং শুরু করল ‘মিশন এক্সট্রিম’

প্রেক্ষাগৃহ বুকিং কার্যক্রম শুরু করেছে আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। তবে দেশের আগেই আন্তর্জাতিক বাজারে বুকিং কার্যক্রম শুরু করেছে এর প্রযোজনা সংস্থা। অস্ট্রেলিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সঙ্গে চুক্তি করেছে ‘মিশন এক্সট্রিম’ এর প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।

চুক্তি অনুযায়ী বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম: প্রথম খণ্ড’ ডিস্ট্রিবিউশন করবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তির দুই সপ্তাহ পরই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি।

‘মিশন এক্সট্রিম’ এর পরিচালক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, বঙ্গজ ফিল্মস ইতিপূর্বে আমাদের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি সফলতার সঙ্গে ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন সিনেমাতেও তাদেরকে দায়িত্ব দেয়া হলো। আরো কয়েকটি দেশে ডিস্ট্রিবিউশনের জন্য বেশ কিছু বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা চলছে।

‘মিশন এক্সট্রিম’ এর দুই পর্বের শুটিং সম্পন্ন হয়েছে গত ১৯ জানুয়ারি। চলছে ডাবিং ও সম্পাদনার কাজ। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশন জনরার সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগতা জান্নাতুল ফেরদৌস ঐশী।

এছাড়া এর দুই পর্ব মিলিয়ে আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমাম’সহ অনেকে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন