‘মাসুদ রানা’ নিয়ে একের পর এক ঘোষণা দিয়েই ২০১৯ জুড়ে আলোচনায় ছিল জাজ মাল্টিমিডিয়া। নানা চমকের ঘোষণা থাকলেও কাজে তার প্রমাণ দিতে পারেনি চলচ্চিত্র প্রযোজনার দেশীয় এই প্রতিষ্ঠানটি। নানা জল্পনা কল্পনাকে শেষ করে অবশেষে ঘোষণা এল লোকাল ‘মাসুদ রানা’ নির্মাণের।
এবছর দুটি মাসুদ রানা নির্মাণের দাবি করেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের প্রোডাকশনে ‘কে হবে মাসুদ রানা’র চ্যাম্পিয়ন রাসেল রানাকে নিয়ে একটি এবং হলিউড থেকে আরেকটি মাসুদ রানা নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে জাজের ফেসবুক পেজ থেকে।
জানা গেছে, লোকাল ‘মাসুদ রানা’র শুটিং শুরু হবে এপ্রিলে, সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। তবে জাজ মাল্টিমিডিয়ার এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।
২০১৯ এ জানানো হয়েছিল, ‘মাসুদ রানা’ (MR9) পরিচালনা করবেন আসিফ আকবর। সিনেমাটিকে হলিউডের মুভি হিসাবে নির্মাণ করা হবে। এতে ভিলেন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দ্য গ্রেট খালি এবং ‘দ্য ম্যাট্রিক্স’ সিনেমার খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড, ‘আয়রন ম্যান ২’ সিনেমার মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।
কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ গল্পের ‘মাসুদ রানা’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আবদুল আজিজ ও আসিফ আকবর। চিত্রনাট্যের জন্য কাজ করছে হলিউডের একটি দলও। জাজ মাল্টিমিডিয়ার সাথে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন।
আনন্দবাজার/ডব্লিউ এস