বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার পরামর্শ দিল এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি)। বুধবার ২৯ জানুয়ারি দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এডিবি ও জাইকার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এছাড়া ধীর গতিতে প্রবৃদ্ধি অর্জন ইতিবাচক উল্লেখ করে অর্থনীতি শক্তিশালী করতে সরকারের নেয়া নীতি কৌশল বাস্তবায়নের ওপর জোর দেয় এডিবি।
এ সময় কর জিডিপি অনুপাত বাড়ানোর ওপরও গুরুত্ব দেয় সংস্থাটি। বাংলাদেশ চাইলে যেকোনো খাতে অর্থায়নেও আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। রেল খাতে উন্নয়নে এডিবির সহায়তার বিষয়ে আগ্রহ আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
আলাদা বৈঠকে জাইকার প্রতিনিধিদের সঙ্গে বন্যা, নদী ভাঙণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী এম এ মান্নান।
আনন্দবাজার/ডব্লিউ এস