ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে গুগলের সব অফিস বন্ধ

সম্প্রতি জানা গেছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনে কিছু সময়ের জন্য সব অফিস বন্ধ করে দিচ্ছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। এ  ছাড়াও বহু প্রতিষ্ঠানই চীনে তাদের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের একটি স্টোর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই সাথে চীনে ভ্রমণের ব্যাপারেও সতর্ক করেছে তারা। এই ব্যাপারে তারা জানায়, তাদের ভোক্তা সংখ্যা কমে গেছে চীনে।  করোনভাইরাসে কর্মীদের আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায়িক এবং ভ্রমণ দুই ক্ষেত্রেও সীমাবদ্ধতা জারি করা হয়।

আরও পড়ুন : ব্রেক্সিট অনুমোদন, ইউরোপের সাথে যুক্তরাজ্যের চূড়ান্ত বিচ্ছেদ

এ ছাড়া চীনে বর্তমানে যে সব কর্মী অবস্থান করছে ফেসবুক সেই সব কর্মীদের বাড়িতে বসেই কাজ করতে বলেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানান, আমরা এই পদক্ষেপ নিয়েছি আমাদের কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই।

আনন্দবাজার/এইচ.এস.কে 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন