জাকারবার্গের আচরণ ট্রাম্পের মতো স্বৈরাচারী বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রতি দেশটির স্থানীয় ম্যাগাজিন দি আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সম্প্রতি মিথ্যা তথা প্রচারের অভিযোগ ওঠার পরও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ পদত্যাগ না করায় হিলারি এই মন্তব্য করেন।
হিলারি বলেন, জাকারবার্গের আচরণ ট্রাম্পের মতো স্বৈরাচারীর আচরণ। ফেসবুকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ রাজনৈতিক বিজ্ঞাপন না সরানোর সিদ্ধান্ত ট্রাম্পকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে সাহায্য করবে।
তিনি আরো বলেন, আমার মনে হয় বিষয়টি এমন। আমার জন্য এটি খুব যন্ত্রণাদায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি ট্রাম্পকে আবার প্রেসিডেন্ট নির্বাচিত করতে চাচ্ছে মনে করার যথেষ্ট কারণ আছে।
আনন্দবাজার/ডব্লিউ এস