ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গরুর খামার গড়ে সফল প্রতিবন্ধী রুহুল আমিন

নানা বাধা বিপত্তি পেরিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় গরুর খামার গড়ে সফল হয়েছেন রুহুল। দুই বছর আগে মাত্র একটি গাভি দিয়ে শুরু করা খামারে এখন মোট পাঁচটি গরু। তার খামার থেকে এখন প্রতিদিন ২৫ লিটার করে দুধ উৎপন্ন হয়।

খামারের সকল কাজে রুহুলের একমাত্র সহযোগী তার স্ত্রী। কোনপ্রকার সরকারী-বেসরকারী সাহায্য সহযোগীতা ছাড়াই তিনি তার এই খামার সম্প্রারিত করতে সক্ষম হয়েছেন। রুহুল আমিন মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের চর মেগচামী গ্রামের প্রবীণ কৃষক বিল্লাল হোসেন ও সামচুন্নাহারের জেষ্ঠ্য পুত্র।

জন্মের পর ছয়-সাত বছর বয়সে টাইফয়েড এবং পোলিওতে আক্রান্ত হয়ে তার দু’পা ক্ষতিগ্রস্ত হয়। একারণে ছোটবেলা থেকেই চলাচলে অক্ষম রুহুল।তবে এই অক্ষমতা তার চলার পথের প্রতিবন্ধকতা হতে পারেনি।

রুহুল আমিন জানান, মাদ্রাসায় কিছুটা পড়াশুনা করার পর একটি দোকান দিয়েছিলেন। বিয়ের পর সংসারের আয় রোজগার বাড়াতে স্ত্রীর পরামর্শে প্রথমে হাস-মুরগির খামার এবং পরে ছাগলের খামার করেছিলেন। কিছুতেই লাভের মুখ দেখতে না পেয়ে দু’বছর আগে গরুর খামার করে অবশেষে পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য।

প্রতিটা গরুর প্রতিপালনে তার প্রতিদিন ৬শ’ থেকে ৭শ’ টাকা খরচ হয়। এর পাশাপাশি তাকে নানা সময়ে রোগ বালাই নিরসনে কিছু বাড়তি খরচ ব্যায় করতে হয়। পাশাপাশি এখন তিনি প্রতিদিন প্রায় ২৫ লিটার দুধ সংগ্রহ করতে পারেন। বর্তমানে প্রতিদিন তার আয় হয় ১২শ’ টাকার মতো।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন