মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পদ্মা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পদ্মা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ও সব কর্মকর্তাদের প্রসংসা করে বলেন, ফেল করবে না পদ্মা ব্যাংক এটা আমার দৃঢ় বিশ্বাস। পদ্মা ব্যাংক এর প্রতিটি কর্মী এক একজন লড়াকু সৈনিক। তারা জিতবেই।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকের পুঁজি নগদ টাকা নয় বরং বিশ্বাস। গন্তব্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে, রাস্তা হারানো যাবে না। তবে নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে লক্ষ্যমাত্রা অর্জনে। গ্রাহকদের আস্থা রয়েছে পদ্মা ব্যাংকের ওপর।
পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানে।
পদ্মা ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পায় ২৯ জানুয়ারি ২০১৯ সালে। ব্যাংকটির মূল মালিকানায় রয়েছে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী, জনতা, রূপালী, সোনালী ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। দেশব্যাপী মোট ৫৭টি শাখার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড।
আনন্দবাজার/এস.কে