ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মাটিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হয়নি

বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ ভারতীয় ভুখণ্ডে হয়নি বলে প্রেস নোট জারি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কে ডেকে পাঠায়। এরই প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এক প্রেস নোটে জানিয়েছে, “আমরা সবসময় পুনর্ব্যক্ত করেছি যে, বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

প্রেস নোটে আরও বলা হয়েছে, ভারত কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করতে দেয়নি।

এর আগে, ঢাকার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানির সুযোগ দেয়া হচ্ছে। এছাড়াও, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার মতো ঘটনা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা চলছে।

ঢাকার দাবি, ভারতের হাইকমিশনারকে মন্ত্রণালয়ে তলব করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে। এতে ভারতের কাছে বাংলাদেশের গভীর উদ্বেগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন