মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে আকাশে এক অনন্য অভিযানের প্রস্তুতি নিয়েছেন প্যারাট্রুপারা। ১৬ ডিসেম্বর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে বাংলাদেশের পতাকা বহন করে প্যারাট্রুপিং করবেন, যার মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ফেসবুক পোস্টে এই ব্যতিক্রমী
আয়োজনের তথ্য জানান। তিনি বলেন, এই উদ্যোগ বিজয় দিবসের তাৎপর্যকে নতুন মাত্রায় তুলে ধরবে।
বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোর একটি। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয় ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি।
এই বিশেষ প্যারাট্রুপিং অভিযানে অংশ নেওয়া ৫৪ জনের একজন আশিক চৌধুরী। তিনি আকাশ থেকে ঝাঁপ দেবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।
বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে সকলকে দোয়া ও প্রার্থনায় শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।


