ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা ভাইরাস ঠেকাতে রোবট

রোবট ব্যবহৃত হচ্ছে খাবার ডেলিভারি করতে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভাইরাসটি ছুঁয়াছে তাই এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকায় রোগীদের কাছে খাবার দিতে ‘লিটল পিনাট’ নামের রোবটটিকে পাঠানো হচ্ছে।

রোবটটির কার্যক্রমের ভিডিও করা হয় হাংঝু প্রদেশের এক হোটেলে। ভিডিও তে দেখা যায় রোবটটি শেলভ থেকে খাবার নিয়ে তা দরজায় পৌঁছে দিচ্ছে। তারপর রোবটটি বলছে, খাবারের মজা উপভোগ করুন এবং আরও কিছুর প্রয়োজন হলে উইচ্যাটে হোটেল কর্মীদের ম্যাসেজ করুন।

রোবটটি কাজে লাগানো হচ্ছে ১৬ তলা হোটেলটির প্রতিটি তলায়। রোবটটির উপরের অংশে ডিসপ্লে আছে, মধ্যে খাবারের শেলফ আছে এবং নিচে রয়েছে চাকা।

৩৩৫ যাত্রী নিয়ে একটি ফ্লাইট সিঙ্গাপুর থেকে হাংঝু যাচ্ছিল।  যাত্রীদের মধ্যে ২ জনের জ্বর শনাক্ত হলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হোটেলটিতে রাখা হয়েছে ফ্লাইটের সব যাত্রীদের।

প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩২ জনের। ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে সারা বিশ্বে। চীনের সীমানা পেরিয়ে কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, আইভরি কোস্ট, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর,  যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভিয়েতনামে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন