ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী দইমেলা

তাড়াশে স্বরস্বতী পূজাকে সামনে রেখে ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা তাড়াশের ইতিহাস ঐতিহ্য বহন করে। মেলাকে কেন্দ্র করে এ অঞ্চলে সৃষ্টি হয় উৎসব মূখর পরিবেশ। দইমেলা চলনবিলের ঐতিহ্য বহন করে থাকলেও এটি মূলত হিন্দু ও মুসলমানদের মিলনমেলা।

বুধবার সকাল থেকে নামিদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে তাড়াশের প্রায় ২০০ শ’ ৫০ বছরের ঐতিহ্যবাহী দইমেলার বেচা কেনা শুরু হয়। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মূল দই মেলা চলবে।

মূল মেলায় দইসহ রসনা বিলাসী খাবার রেকর্ড পরিমাণ বিক্রি হয়ে থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা বাসিন্দারা।

তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, তাড়াশের জমিদারী আমলে তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন