ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শোডাউনই কাল! চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ৫০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, আচরণবিধি ভঙ্গের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরিমানার অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এ সময় সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শুনানি শেষে তাকে জরিমানা করে।

নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এই অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনী আইন ও আচরণবিধি অমান্য করলে কোনো প্রার্থী বা দলকে ছাড় দেওয়া হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

তবে এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানাতে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন