মধ্য রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মেহেরপুরে। ফলে কৃষকরা রবি ফসলের ক্ষতির আশঙ্কা করছেন। কুয়াশাচ্ছন্ন ও মেঘযুক্ত পরিবেশে অস্বস্তি নেমে এসেছে জনজীবনে।
এ অঞ্চলে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার।
জানা যায়, চলতি রবি মৌসুমে দেরিতে শীত আসায় এবং দু’দফা বৃষ্টির কারণে ভুট্টা, গম, মসুরসহ শীতকালীন সবজীতে দেখা দিয়েছে রোগবালাই।
বুধবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশী বয়ে যাচ্ছে উত্তরের হিমেল হাওয়া। শীতকালের বৃষ্টি ফসলের জন্য খুবই বিপদজনক। এ সময় গমের শীষ বের হচ্ছে। বৃষ্টিতে এখন দেখা দিবে নানা রোগের আক্রমণ। নিয়ন্ত্রণ করা না গেলে হতে পারে ফলন বিপর্যয়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক ড. আখতারুজ্জামান বলেন, ‘বৃষ্টি কী পরিমাণ হয় তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় চাষিদেরকে ফসলের প্রতি বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি ও মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে গেলে ক্ষেতে প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে করতে তাগাদা দেওয়া হচ্ছে।’
আনন্দবাজার/ টি এস পি