আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে যে ধারণা করা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল। এক বছর আগে দেওয়া তার সতর্কতা এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের রায় ধানের শীষের পক্ষে আনতে হলে ভোটের দিন মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন। গত রোববার শুরু হওয়া কর্মশালায় দলীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার পরিকল্পনার বিষয়গুলো নেতাকর্মীদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, এখনো যদি দল যথেষ্ট গুরুত্ব না দেয়, তবে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “গত ১৫ বছরে স্বৈরাচারের নানা ষড়যন্ত্র মোকাবিলা করেছেন আপনারা। তাহলে সামনে যে নির্বাচনী লড়াই আসছে, সেটা কেন পারবেন না? কেন জনগণের কাছে দলের পরিকল্পনা তুলে ধরতে পারবেন না?”
কর্মশালার সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। দলের বিভিন্ন নেতৃবৃন্দও এ সময় বক্তব্য রাখেন।


