ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুম শেষের পথে তবুও কমেনি পেঁয়াজের দাম

পেঁয়াজের মৌসুম এখন শেষের দিকে, তবুও কমেনি নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম। একই সঙ্গে আদা, রসুনসহ শীতকালীন সবজির দামও বেশি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে এখনও ৪৫ টাকা কেজি দরে খোলাবাজারে বিক্রিও চলছে।  

আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চলতি মৌসমের নতুন দেশি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১১০-১২০ টাকা কেজি দরে। অথচ গেল বছর একই সময়ে এসব পেঁয়াজের কেজি ছিল ৩০-৩৫ টাকা।

গত বছরের শেষের দিকে ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দেশের বাজারে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। এরপর সরকারী ভাবে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে টিসিবির মাধ্যমে বিক্রি শুরু করে। তবে তাতেও দাম খুব একটা নিয়ন্ত্রণে আসেনি।

ব্যবসায়ী শাহজাহান মিয়া জানান, আগের বছর এই সময় দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। তবে এ বছর পেঁয়াজের আমদানি না থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এদিকে বাজারে শীতকালীন সবজির দামও গত বছরের তুলনায় বেশি। প্রকারভেদে প্রতি কেজি বেগুন ৩০-৩৫ টাকা, আলু ২২-৩২ টাকা, শিম ৪৫ ও ফুলকপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে রসুনের কেজি ১৭০-১৮০ টাকা ও আদা ১৬০-১৭০ টাকা, যা গেল বছর একই সময়ের চেয়ে দ্বিগুণ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন