সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে পেঁয়াজ, রসুন ও আদার দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী রয়েছে শুকনো মরিচের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সুলতানপুর বড় বাজারে শুকনো মরিচের দাম কেজিতে বেড়েছে ৬০-৭০ টাকা। একই সাথে এক সপ্তাহের ব্যবধানে হলুদ গুঁড়োর দাম কেজিপ্রতি ৩০-৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।
এব্যপারে পাইকারি ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে শুকনো মরিচ ও গুঁড়ো হলুদের।
গতকাল (২৭ জানুয়ারি) সাতক্ষীরার মসলা বাজারের বিভিন্ন পাইকারি আড়ত ঘুরে দেখা গেছে, পাইকারিতে শুকনো মরিচের কেজি ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে পণ্যটি প্রতি কেজি ২৫০-২৬০ টাকা দরে বিক্রি হয়েছে। একই দিনে পাইকারিতে গুঁড়ো হলুদ বিক্রি হয়েছে প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা দরে। এক সপ্তাহ আগে যা বিক্রি হয়েছিল প্রতি কেজি ১৫০-১৬০ টাকা দরে।
এদিকে সাতক্ষীরার ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানায়, চলতি অর্থবছর ভোমরা বন্দর দিয়ে শুকনো মরিচ আমদানি কমেছে অন্তত ৩০ শতাংশ। এই অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ভোমরা বন্দর হয়ে মাত্র ১৬ হাজার ৩৯৬ টন শুকনো মরিচ আমদানি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ২৪ হাজার ৫৫১ টন। অর্থাৎ এবার এ বন্দর হয়ে পণ্যটির আমদানি ৮ হাজার ১৫৫ টন কমেছে।
আনন্দবাজার/তাঅ