পুঁজিবাজারের গতি ফিরতে না ফিরতেই আবারও তৎপর হয়ে উঠেছে একটি চক্র। সম্প্রতি চক্রটি ব্রোকারেজ হাউজের ট্রেডারের সাথে মিলে ‘মুজিব বর্ষ পর্যন্ত পুঁজিবাজার ভালো থাকবে’ বলে আশ্বাস দিচ্ছে। অন্য একটি গ্রুপ গুজব ছড়াচ্ছে পুঁজিবাজার পুনরুজ্জীবিত করতে সরকার ১০ হাজার কোটি টাকার ফান্ড সহায়তা দেবে।
অপরদিকে এই আশ্বাসের সাথে দ্বিমত পোষণ করে আরেকটি গ্রুপ ছড়াচ্ছে যে সরকার কোনো ফান্ড দেবে না। এসব গুজবে পুঁজিবাজারে উত্থান-পতন হচ্ছে।
আর এতে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন আবার শেয়ার কিনছেনও। যেদিন শেয়ার কিনছেন, সেদিন সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়ছে। আর যেদিন শেয়ার বিক্রি করছেন সেদিন দরপতন হচ্ছে। আর এই সুযোগে এর ফায়দা নিচ্ছে কারসাজি চক্র।
আরও পড়ুন : চীনে আটকে পড়াদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
মূলত এই চক্রটি শেয়ার গুজব ছড়িয়ে শেয়ার দর কমিয়ে শেয়ার কিনছেন। আবার বিক্রির সময় শেয়ার কিনতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুজব ছাড়িয়ে দেন। আর এই আশায় বিনিয়োগকারীরাও শেয়ার কিনেন। শেয়ার কেনার পর তারপর আবারও ধরা খাচ্ছেন।
এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, রিউমারের (গুজব) কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না। গুজবের মাধ্যমে ফায়দা হাসিলের রাস্তা বন্ধ করতে হবে। তাই প্রচলিত আইন শক্তভাবে পরিপালন করা হবে।
আনন্দবাজার/এইচ.এস.কে