বেলজিয়ামের সাবেক রাজা দ্বিতীয় আলবার্ট অবশেষে স্বীকার করেছেন তিনি ৫১ বছর বয়সী ডলফিন বয়েলের পিতা। কোর্টের আদেশে ডিএনএ টেস্ট করানোর পর ফলাফল ইতিবাচক আসায় তিনি তাঁর পিতৃত্ব স্বীকার করে নেন।
এর আগে গত এক দশক ধরে ডলফিন বয়েল আইনী লড়াই চালিয়েছেন রাজা আলবার্টকে তাঁর পিতা দাবি জানিয়ে। কিন্তু আলবার্ট রাজা হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা যায়নি। ২০১৩ সালে অসুস্থতার কারণে সিংহাসন থেকে সরে দাড়ানোর পর তিনি দায়মুক্তির ক্ষমতা হারান। এরপরেই আইনী লড়াই শুরু হয়।
পিতৃত্ব নির্ধারণের জন্য কোর্ট ডিএনএ টেস্টের নির্দেশ দেয়।
অফিশিয়াল স্টেটমেন্টে ৮৫ বছর বয়সী সাবেক রাজার আইনজীবী বলেন, বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল আমরা পেয়েছি। এখানে পরিষ্কার রাজা আলবার্টই মিস বয়েলের পিতা।
২০১৩ সাল থেকেই রাজা আলবার্ট অস্বীকার করে আসছিলেন বয়েলের দাবি। অবশেষে রাজা আলবার্ট বাধ্য হয়ে ডলফিন বয়েলকে তাঁর চতুর্থ সন্তান হিসেবে স্বীকৃতি দিলেন।
সূত্র – বিবিসি
আনন্দবাজার/জায়েদ