কক্সবাজার শহরকে ব্যয়বহুল ঘোষণা করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।’
ব্যয়বহুল ঘোষণার ফলে কী প্রভাব পড়বে?
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান বলেন, ‘অবস্থানভেদে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ব্যয়বহুল ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভাতা পাবেন।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতেই এই ঘোষণা বলে জানান যুগ্মসচিব।
আনন্দবাজার/জায়েদ