ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় রুশ-মার্কিন সেনার সংঘর্ষ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশের তাল আমরে রাশিয়া ও মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত কুর্দি গেরিলাদের হাতে ওই এলাকা নিয়ন্ত্রিত এবং সেখানে মার্কিন সেনারা অবস্থান করছে। ওই এলাকার তেল খনি থেকে মার্কিন সেনারা তেল চুরি করছে বলে রাশিয়ার মস্কো টাইমস এ খবর দিয়েছে।

হাসাকার তাল আমর শহরের প্রবেশ মুখে আমেরিকা ও রাশিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর দু’দেশের সেনাদের তাদের সামরিক যানগুলো দুদিকে চলে যায়। তবে এ সংঘর্ষের পরই ওই এলাকায় রাশিয়ার হেলিকপ্টার ও মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

২০১১ সাল থেকে সিরিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সরকারি সেনাদের সহযোগিতা করেছে রাশিয়ার বাহিনী। অপরদিকে ২০১৪ সাল থেকে জাতিসংঘ কিংবা সিরিয়ার সরকারের কোনো অনুমতি না নিয়েই কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে দেশটিতে সেনা মোতায়েন করে আমেরিকা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন