ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৮৩ যাত্রীসহ প্লেন বিধ্বস্ত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৮৩ জন যাত্রী নিয়ে একটি প্লেন বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনির দেহ ইয়াক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে খবর প্রকাশ করা হয়েছে।

দেশটির এক মুখপাত্র জানন, যান্ত্রিক ত্রুটি থাকার কারণে প্লেনটি বিধ্বস্ত হয়। এরপর প্লেনটিতে আগুন ধরে যায়।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আরিয়ানা আফগান এয়ারলাইন্স রোয়িং ৭৩৭-৪০০ বিমানটি উড্ডয়নের পর দেহ ইয়াক জেলার পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

এদিকে প্লেনটির যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানাতে পারেননি কর্তৃপক্ষ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন