ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে অর্ধেকে নেমেছে শাক-সবজির দাম

দিনাজপুরের কাহারোল উপজেলায় কমতে শুরু করেছে শীতকালীন শাক-সবজির খুচরা ও পাইকারি দাম। এতে করে স্বস্তি ফিরে এসেছে ওই অঞ্চলের ক্রেতাদের মাঝে।

আজ সোমবার সরেজমিনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে এই উপজেলার বাজারগুলোতে সব ধরনের শাক-সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। যা গেল সপ্তাহেও দ্বিগুণ দামে বিক্রি করা হতো।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ৩৫ টাকার আলু ২০ টাকায়, ৩০ টাকার কাঠিলাল ১৮ টাকায়, ৪০ টাকার বেগুন ২০ টাকায়, ৫০-৫৫ টাকার টমেটো ৩০ টাকায়, ৫৫-৬০ টাকার শিম ৩০ টাকায় বিক্রি করা হচ্ছে এবং আকারভেদে বাঁধাকপি-ফুলকপি ৪০-৫০ টাকা থেকে ১০-২০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও সব ধরনের শাক ১০-৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাজার করতে আসা এক ক্রেতা জানায়, এক সপ্তাহ আগেও বাজারে শাকসবজি কিনতে আসলে হিমশিম খেতে হতো। তবে এখন শাক-সবজির দাম হাতের নাগালে চলে এসেছে।

কাহারোল বাজারের ব্যবসায়ী মো. আব্দুল মালেক বলেন, বাজারে ব্যাপক পরিমাণে শাক-সবজির সরবরাহ রয়েছে। আর এ কারণেই আগের তুলনায় দাম কমে গেছে।

উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক বলেন, কাহারোল উপজেলার জমির উর্বরতা বেড়েছে। এছাড়াও আবহাওয়াও অনুকূলে ছিল। এ জন্যই শাকসবজির ভালো ফলন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন