ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এয়ার ইন্ডিয়া বিক্রির ঘোষণা ভারত সরকারের

বহু দিন ধরেই দেনায় জর্জরিত এয়ার ইন্ডিয়া বিক্রি করতে চেষ্টা করছে ভারত সরকার। তবে মিলছে না ক্রেতার দেখা। কিন্তু এবার বেচে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সেবা সংস্থাটির ১০০ শতাংশ মালিকানা। সোমবার কেন্দ্রীয় সরকার একটি আগ্রহপত্র প্রকাশ করেছে। আবেদনপত্র পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৭ মার্চ পর্যন্ত।

আগ্রহপত্রে বলা হয়েছে, যারা এই উড়োজাহাজ সেবা সংস্থা কিনবে, তাদের নিতে হবে এয়ার ইন্ডিয়ার ২৩ হাজার ২৮৩ কোটি রুপির দেনার দায়ও।

সবমিলিয়ে এই এয়ারলাইনের দেনা এখন ৫৮ হাজার কোটি রুপি। সেকারণেই ক্রেতা পাচ্ছেন না সরকার।

ক্রেতাদের অনাগ্রহের কারণ খুঁজতে সরকার উপদেষ্টা সংস্থা নিয়োগ করে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, সরকার নিজের হাতে ২৪ শতাংশ অংশীদারি রাখতে চাওয়ায় আস্থার সঙ্কট তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মাঝে। এছাড়া শেয়ার কিনলে দেনার দায়ও নিতে হবে এমন শর্ত জুড়ে দেওয়ায় সরকারি এ প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহী হননি কেউ।

এক দশকেরও বেশি সময় ধরে এয়ার ইন্ডিয়ার দীর্ঘ লোকসানের ফলে ঋণের পাহাড় জমিয়ে ফেলেছে পরিচালন ব্যয় মেটাতে গিয়ে।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন