ঢাকা | রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইরাকের আমেরিকান অ্যাম্বাসিতে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান অ্যাম্বাসিতে তিনটি রকেট আঘাত হেনেছে। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলা সংঘটিত হয়। তিনমাস ধরে কাছাকাছি টানা হামলা চালানোর পর এবারই প্রথম সরসরি অ্যাম্বাসিতে হামলা হল।

রবিবার সন্ধ্যায় অ্যাম্বাসির ক্যাফেটেরিয়ায় প্রথম হামলা চালানো হয়। এরপর পরপর দুটি রকেট পাশাপাশি জায়গায় পড়ে। হামলার সময় রাতের খাবার খাচ্ছিলেন সবাই।

এ হামলায় প্রাথমিকভাবে একজনের আহত হওয়ার খবর জানা গেলেও হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও আমেরিকা হামলার জন্য ইরানের মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করছে।

উল্লেখ্য, ইরানের জেনারেল সোলাইমানি হত্যার পর ইরাকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিতে সারাদেশে বিক্ষোভ চলছে।

সূত্র – রয়টার্স

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন