ঢাকা | শুক্রবার
১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আফগানি বাহিনীর সাথে যুদ্ধে নিহত ৫১ জঙ্গি

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জঙ্গিগোষ্ঠী তালিবানের বিরুদ্ধে স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ৫১ জঙ্গিকে হত্যা করেছে। গত ২৪ ঘন্টায় চালানো এ হামলা চলমান শান্তি আলোচনাকে ভেস্তে দিতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আফগানি নিরাপত্তা বাহিনী স্থলে ১৩টি এবং আকাশপথে ১২ টি হামলা চালিয়ে নয়টি প্রদেশে ৫১ জন জঙ্গিকে হত্যা করেছে।

তবে বালখ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় বালখে তিনজন নারী ও চার শিশু নিহত হয়েছে। স্থানীয় জনগণ সরকারী কার্যালয়ের সামনে বিক্ষোভ করে।

সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য মিশন পাঠিানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র – রয়টার্স

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন