ঢাকা | শুক্রবার
৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সোনামসজিদ স্থলবন্দরে কমছে আমদানি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ভারত থেকে পণ্য আমদানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমদানিকারকেরা বিশেষ করে সহজে পাথর আমদানি করার জন্য এই বন্দরকেই বেশি অগ্রাধিকার দেন।

তবে পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার কারণে কমে গেছে এখানকার আমদানি। একই সাথে কমে গেছে  রাজস্ব আয়ও। এই ব্যাপারে শুল্ক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুর রহমান বলেন,এই বন্দর দিয়ে একসময় প্রতিদিন গড়ে পাথরবাহী ট্রাক আসত ২৩০টি । তবে বেশ কয়েক বছর যাবত পাথরবাহী ট্রাক চলাচলের সংখ্যা ১২০ থেকে ১৫০–এ নেমে এসেছে।

আরও পড়ুন : গতি ফিরল পুঁজিবাজারে

তিনি আরও বলেন, সর্বশেষ পাথর আমদানি বন্ধ ছিল গেল বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত । এখন এ বন্দর দিয়ে প্রতিদিন ট্রাক আসছে মাত্র ১০ থেকে ১৫টি। আমদানি বাড়ছে না কমছে, তা এই ট্রাক চলাচলের সংখ্যা দেখে অনেকটা অনুমান করা যায়।

কর্তৃপক্ষ বলছে, ২০১৫-১৬ অর্থবছরে ৫৩২ কোটি টাকা রাজস্ব আয় হয়েছিল। পরের অর্থবছরে ৫১৫ কোটি টাকা। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে রাজস্বের পরিমাণ যথাক্রমে ৩০০ ও ৩০১ কোটি টাকা। তবে চলতি অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ মাত্র ৯১ কোটি টাকা।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন