ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সমালোচনার শিকার সোনালি বেন্দ্রে

এক সময়ের বলিউডের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রে।  তার প্রেমে হাবুডুবু খেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আকতারও। তিনি হিন্দি ছবির পাশাপাশি করেছেন তামিল ও অন্যান্য ভাষার ছবিও।

তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। তামিলের জনপ্রিয় নায়ক মহেশবাবুর সঙ্গে তেলেগু ছবিতে ‘লাক’ করেও বেশ পরিচিতি পান তিনি। তার সুপারহিট ছবিগুলো হলো ইন্দ্রা, খাদগাম, মামধা, পালানতি ব্রহ্মা নাইডু, শঙ্কর দাদা এমবিবিএস।

আরও পড়ুন : সোনামসজিদ স্থলবন্দরে কমছে আমদানি

সম্প্রতি এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন যা নিয়ে তুমুল সমালোচনা চলছে। সোনালি বেন্দ্রে বলেন, তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তার বাবা-মা ছবির জগতে পাঠিয়েছিলেন। সিনেমা ছাড়াও তিনি বই পড়তে ভালোবাসেন। সেখান থেকে জ্ঞান বাড়ে তার। তিনি এও জানিয়েছেন, টাকা রোজগার করতেই এসেছেন রূপালি জগতে।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন