ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গমাতার চরিত্রে পূর্ণিমা

মুজিববর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। আর সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’ নামে চলচ্চিত্র। ছবিটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা।

আরও পড়ুন : নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের  আন্দোলন

এই ব্যাপারে পূর্ণিমা জানান, এটা একটা ঐতিহাসিক চরিত্র। আমাকে বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে হবে। তবে এখানে খুবই কম পরিসরে আমার উপস্থিতি। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে আমাকে দেখা যাবে। তিনি যখন দেশের জন্য বিভিন্ন সভা-সেমিনারে যান তখন আমি ঘর সামলানোয় ব্যস্ত। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। তবে এখানে আমাকে ইয়ং বয়সে দেখা যাবে।

জানা গেছে, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন