ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে চিকিৎসা সরঞ্জামাদির সঙ্কট : বাড়ছে আতঙ্ক

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চীনের হুবেই প্রদেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসরা। এই ভাইরাসের চিকিৎসা দেয়ার সরঞ্জামাদি শেষ হয়ে আসছে দেশটির বিভিন্ন হাসপাতালে।

চীনে করোনা ভাইরাসে ইতমধ্যেই ৫৬ জন মারা গেছে এবং এর মধ্যে ৫২ জন রোগীই হুবেই প্রদেশের। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করা ও তাদের চিকিৎসা দেয়ার মত সরঞ্জামাদি নেই হুবেই প্রদেশের উহানের আশেপাশের শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে।

দেশটির যোগাযোগ মাধ্যমে হুবেই প্রদেশের এক নাগরিক লিখেছেন, আমাদের সাহায্য করুন। দয়া করে আমাদের কথা ভুলে যাবেন না! হুবেইয়ে শুধু উহান শহর না। আমাদের সরঞ্জামাদি দরকার।

আরও পড়ুনঃ গ্রাম পর্যায়েও উন্নয়ন করতে হবেঃ প্রধানমন্ত্রী

এই ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীনের নববর্ষের অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের নিয়ে করা এক বিশেষ বৈঠকে শি বলেন, দেশ ‘মারাত্মক পরিস্থিতি’র মধ্যে দিয়ে যাচ্ছে। প্রাণঘাতী নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্কও করেন তিনি।

এছাড়া এই ভাইরাস ইতমধ্যে আরও ১১ টি দেশে ছড়িয়ে পড়েছে। তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, অস্টেলিয়া, নেপাল, সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে দেশগুলো নিশ্চিত করেছে।

আনন্দবাজার/এইচ.এস.কে 

সংবাদটি শেয়ার করুন