ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ২ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার উদ্বোধন 

‘জীবনের শিল্পিত প্রকাশ হোক নির্বাকতায়’-এ স্লোগানে গাজীপুরে ২ দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন।

গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি এ মূকাভিনয় কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি মেহেদী হাসান সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক এম.এ কবির।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও নির্বাকদলের পরিচালক খোরশেদ আলম রুবেলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন-মুক্তম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনী দিনে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভারত থেকে আগত ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রিয়াংকা মন্ডল এবং বাংলাদেশের দ্যা মামার’র পরিচালক এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউট থেকে উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত প্রশিক্ষক শহিদুল বশর মুরাদ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন