ঢাকা | সোমবার
১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপিত

চীনে বর্ষবরণ করা হয় চন্দ্রবর্ষ অনুযায়ী। আর তাই তো চন্দ্রবর্ষ মানেই চীনাদের সবচেয়ে বড় উৎসব। পঞ্জিকা অনুযায়ী শনিবার ছিল চীনাদের নববর্ষ। এদিন থেকেই শুরু হয়েছে চীনাদের নতুন বছর।

যদিও এবার ভয়াবহ করোনা ভাইরাসের কারণে বসন্ত উৎসব নামে পরিচিত এই উৎসব রঙ হারিয়েছে অনেকটাই। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিকিৎসক ও হুবেই প্রদেশের মানুষের প্রতি বিশেষ সম্মান জানানো হয়।

চীনা ঐতিহ্য অনুযায়ী ইঁদুর, গরু, বাঘসহ ১২ টি পশু দিয়ে সাধারণত চীনা বর্ষ চিহ্নিত করা হয়ে থাকে। সে অনুসারে এ বছর চীনাদের ইদুরবর্ষ। দেশটির রাশি বিশেষজ্ঞদের মতে এ বছর তাদের জন্য বয়ে আনবে সৌভাগ্য আর সমৃদ্ধি।

চীনে বর্ষবরণ করতে শুক্রবার রাতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ। বর্ণিল আলোর ছটায় উৎসবস্থল হয়ে মুখরিত। বরাবরের মতই বেইজিংয়ে তৈরি করা হয়েছে উৎসবের মূল মঞ্চ।

চীনের নাগরিকদের প্রতি সংহতি ও করোনা ভাইরাসকে প্রতিহত করার দৃঢ়তা, দারিদ্র্য বিরোধী লড়াই ও সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ই ছিল এবারের উৎসবের মূল প্রতিপাদ্য।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন