জয়পুরহাটে শহরের বৈরাগীর মোড় এলাকায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। সরকারি অনুমতি পত্র প্রাপ্ত এ সেবা সহায়তা প্রতিষ্ঠানের নাম- বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রাজিব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার স্থানীয় সরকার রাজস্ব শাখার মিজানুর রহমান, সহকারী কমিশনার গোপনীয় শাখা আয়েশা সিদ্দিকা তাওহীদা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ কেন্দ্রের মাধ্যমে ভূমি মালিকরা এখন অতি সহজে নির্দিষ্ট ফি এর বিনিময়ে- ভূমি উন্নয়ন কর প্রদান সহ মিউটেশন,খতিয়ান (পর্চা),জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করতে পারবেন।