ঢাকা | বৃহস্পতিবার
১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাট শহরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

জয়পুরহাটে শহরের বৈরাগীর মোড় এলাকায় ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। সরকারি অনুমতি পত্র প্রাপ্ত এ সেবা সহায়তা প্রতিষ্ঠানের নাম- বিসমিল্লাহ অনলাইন পয়েন্ট।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রাজিব কুমার বিশ্বাস, সহকারী কমিশনার স্থানীয় সরকার রাজস্ব শাখার মিজানুর রহমান, সহকারী কমিশনার গোপনীয় শাখা আয়েশা সিদ্দিকা তাওহীদা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ কেন্দ্রের মাধ্যমে ভূমি মালিকরা এখন অতি সহজে নির্দিষ্ট ফি এর বিনিময়ে- ভূমি উন্নয়ন কর প্রদান সহ মিউটেশন,খতিয়ান (পর্চা),জমির নকশা ইত্যাদি প্রাপ্তির আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন