পরিবেশবান্ধব পরিবহন হিসেবে গণপরিবহন ব্যবহারই ভালো বাছাই হিসেবে বিবেচিত হয়। যুক্তরাজ্যের একটি কোম্পানি আরও এক ধাপ এগিয়ে গেল গণপরিবহন ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষায়। বাতাসে থাকা দূষিত পদার্থগুলো শুষে নেয় এমন এক ধরনের বাস রাস্তায় নামিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটির নাম গো-অ্যাহেড গ্রুপ। ইংল্যান্ডের শহর ও নগরের রাস্তায় তারা প্রাথমিকভাবে পরিবেশবান্ধব ১১টি বাস নামিয়েছে। এই বাসগুলোর ছাদে রয়েছে ফিল্টার, যা ক্ষতিকর ক্ষুদ্র কণাগুলো ও ধুলা শুষে নেয়।
যুক্তরাজ্যের কোম্পানিটি পাল অ্যারোস্পেস নামের একটি কোম্পানির সঙ্গে যৌথভাবে ফিল্টার প্রযুক্তি উদ্ভাবন করেছে। পাল অ্যারোস্পেস বাণিজ্যিক ও সামরিক বিমানের জন্য ফিল্টার ব্যবস্থা উদ্ভাবন করে থাকে।
গ্রীষ্মের সময় থেকে যুক্তরাজ্যে বাসগুলোর চলাচল শুরু হয়। দেশটির সাউদাম্পটন এলাকায় এর আগে পরীক্ষামূলকভাবে চালানো হয় একটি বাস।ওই বাসটি শহরের বাতাস থেকে ৩২ লাখ কিউবিক মিটার দূষিত পদার্থ শুষে নিতে সক্ষম মাত্র ১০০ দিনে।
আনন্দবাজার/এস.কে