ঢাকা | বৃহস্পতিবার
১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবারের মতো জুটি বাঁধলেন জাহিদ-ফারিয়া

প্রথমবারের মতো জাহিদ হাসানের সঙ্গে জুটি বাঁধলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। ফারিয়ার অনেক দিনেরই ইচ্ছা ছিল জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করার। অবশেষে তার সেই ইচ্ছাটা পূর্ণ হলো।

ভালোবাসা দিবসের একটি বিশেষ নাটকে এবারই প্রথম টিভি পর্দায় একসঙ্গে দেখা যাবে জাহিদ হাসান এবং ফারিয়াকে। হামিদ হাসানের রচনায় এবং শুভ্র খানের পরিচালনায় ‘ছাপ্পর ফাইরা দিছে’ নাটকে অভিনয় করেন তারা। ঢাকার গুলশান এবং পূর্বাচলে জানুয়ারির ২২ ও ২৩ তারিখে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

জাহিদ হাসানের সঙ্গে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, জাহিদ ভাইয়ের সঙ্গে অভিনয় করার আনন্দই অন্য রকম। কাজ করার সময় একটা বিষয় দেখলাম, খুব অল্প সময়ের মধ্যে চমৎকারভাবে সংলাপগুলো ওকে হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই আমি তাঁর ভক্ত। তাই নাটকটিতে সংলাপ দিতে গিয়ে শুরুতে বেশ ভয় লাগছিল। তবে তিনি অনেক সহযোগিতা করেছেন।

এর আগে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, আফরান নিশো, অপূর্ব, তাহসান, মনোজ প্রামাণিক এবং ইরফান সাজ্জাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন ফারিয়া।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন