ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী মাসে ভারত থেকে পেঁয়াজ আসবে!

ভারত আগামী মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। দেশটিতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় সেখানকার বাজারে পেঁয়াজের দাম কমা শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি-রফতানির সঙ্গে সম্পর্কিত বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীরা এই তথ্য জানিয়েছেন। ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করলে দেশের অভ্যন্তরে পেঁয়াজের দাম আরও কমে আসবে- এমনটাই মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

অভ্যন্তরীণ বাজারে দাম বাড়াসহ বিভিন্ন অজুহাতে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে সব ধরনের পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় প্রতিবেশি দেশ ভারত। ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কয়েকগুণ বেড়ে যায়।

এ প্রসঙ্গে হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘পেঁয়াজ আমদানির বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই। কোন আগাম তথ্য আমরা পাই না। নতুন পেঁয়াজ আসলে জানতে পারবো।’

সংবাদটি শেয়ার করুন