ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি কাজ করে ভাগ্য ফেরালেন নাটোরের কৃষক

বাংলাদেশে মূলত একটি কৃষি প্রধান দেশ। আর কৃষিতে এ দেশের সাফল্য ঈর্ষণীয়। কৃষি কাজ করে যে নিজেকে এগিয়ে নেয়া যায়, তা আবারও প্রমান করেছেন নাটোর জেলার বাগাতিপাড়ার কৃষক গোলাম মওলা।

শুধু মাত্র নিজের ভাগ্য ফেরানোই নয়, একই সঙ্গে কাজের সুযোগ করে দিয়েছেন অন্যদেরও। বিশ্লেষকদের মতে, আগামী দিনগুলোতে  কৃষিই হতে পারে এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাই কৃষি ও কৃষকদের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

নাটোরের বাগাতিপাড়ার কৃষক গোলাম মওলা জানান, তিন বিঘা জমি নিয়ে কৃষি কাজ শুরু করি। তবে এখন আমি ১’শ বিঘা জমিতে কৃষি কাজ চাষ করেছি। বারোমাসি আম, লেবু, ড্রাগনসহ নানা ধরণের ফল চাষ করছি। এছাড়াও অল্প জমিতে কিভাবে অধিক ফল পাওয়া যায় তা নিয়েও গবেষণা করি।

তিনি বলেন, বর্তমানে আমি টাঙ্গাইল ও রাঙ্গামাটিতে ফলের বড় একটি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলাম। এখানে মোটা অংকের অর্থ বিনিয়োগও করেছি।

লেখাপড়া শেষ করে ২০০৩ সালে কৃষি কাজ শুরু করেন গোলাম মওলা। অথচ শুরুর দিকে লাভের মুখ না দেখলেও ধৈর্য হারাননি তিনি। তবে এখন তার খামারে মাসিক মজুরি ভিত্তিতে কাজ করছেন অন্তত অর্ধশত মানুষ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন