ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের হামলায় ৩৪ মার্কিন সেনা আহত

শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের দুটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় চালায় ইরান। এ ঘটনায় ৩৪ জন মার্কিন সেনা আহত হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসি জানায়, ইরাকের আইন আল-আসাদ ও ইরবিল মার্কিন সেনা ঘাঁটিতে ইরান হামলা করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত ১৭ জন এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তাদের কোন সেনা সদস্যের ক্ষয়-ক্ষতি হয়নি।

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন, আমি শুনেছি যে সেনা সদস্যের মাথা ব্যথাসহ অন্যান্য উপসর্গে ভুগছেন। কিন্তু আমি বলতে পারি ব্যাপারগুলো এতো গুরুতর না।

এদিকে গতকাল শুক্রবার মার্কিন পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান বলেন, ইরানের হামলায় মানসিক বিপর্যস্ত ৮ জন সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরো ৯ জনকে জার্মানিতে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং বাকি ১৬ জনকে ইরাকে এবং একজনকে কুয়েতে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ইরাকের রাজাধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন