প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে চীনের প্রাণকেন্দ্র হুবেই প্রদেশের ১০টি শহরে চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটি। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।
চীন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮৩০ জনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে চান্দ্র নববর্ষ শুরুর প্রাক্কালে চলাচলে নিষেধাজ্ঞা শুরু হয়। এ অনুষ্ঠানে লাখ লাখ মানুষ তাদের বাড়িতে যায়।
চীনের সবচেয়ে জনসংখ্যাবহুল শহরাঞ্চল সাংহাইয়ে ডিজনি রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ তৎপরতায় সাড়া দিতে তারা রিসোর্ট সাময়িকভাবে বন্ধ রেখেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা একেক শহরে একেক রকম। অনেক শহর এরই মধ্যে পরিবহন সেবা বন্ধ করে দিয়েছে।
আনন্দবাজার/ রনি