ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম গাজীপুরের কনসার্টে গান গাইবেন আজ। কনসার্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে গতকাল তিনি ঢাকায় এসেছেন। আয়োজক জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন (জেডএইএফ) বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের।
সনু নিগম সহ এই আয়োজনে অংশ নেবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী, মেহজাবীন চৌধুরী, সেরা নাচিয়ে মিম চৌধুরী, সিনথিয়া ও লাবণ্য। নৃত্যের মাধ্যমে শিল্পীরা তুলে ধরবেন বাংলার ষড়ঋতু ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া বিষয়ক দৃশ্যাবলি।
অনুষ্ঠানে মূলত জেডএইএফ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।এই প্রতিষ্ঠানটি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক পরিচালিত।
মেয়র জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছরই আমরা এ ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত জনসাধারণের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় বলে জানান তিনি।
আনন্দবাজার/তাঅ