দেশের প্রত্যন্তঞ্চলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও বিকাশের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং একটি উদ্ভাবনী পরিবেশ তৈরি লক্ষ্যে ‘ডুসাইল’ এবার ‘DOCILE TALENT HUNT CONTEST-2025’ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
১৬ ই এপ্রিল বুধবার ডুসাইল সভাপতি আতিক হাসান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম তৌকিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাইল’ ২০২০ সাল থেকে সমাজ এবং শিক্ষা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবারের মেধাবীদের মূল্যায়ন এবং উৎসাহী করতে ‘DOCILE TALENT HUNT CONTEST-2025’ এর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার বিষয়াবলি: (মোট নম্বর =১০০)
১. বাংলা
২. ইংরেজি
৩. গণিত
৪. সাধারণ জ্ঞান
যা থাকছে প্রতিযোগিতায়:
প্রতিভা প্রকাশের মঞ্চ
সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার
ওয়ার্কশপ, মেন্টরশিপ ও সেশন