ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পরিত্যাক্ত জমিতে শিম চাষে লাভবান চাষিরা

রাস্তার পাশে পরে থাকা জমিতে শিম চাষ করে লাভবান হচ্ছেন বাগেরহাটের চাষিরা। সরকারি রাস্তার দুই পাশে পরীক্ষামূলকভাবে এই শিমের চাষ করেছেন তারা।
সারা বছরই রাস্তার দুইপাশ পরিত্যাক্ত হয়ে পরে থাকতো। কিন্তু, এখন সেই জায়গাগুলো শিমের সাদা বেগুনী ফুলে ছেয়ে গেছে। ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় সরকারি রাস্তার পাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে পরীক্ষামূলকভাবে এই শিম আবাদ করা হয়।

শিম চাষিরা বলছেন, জায়গাটা তুলনামূলক উঁচু হওয়ায় মৌসুম শুরুর সময়েই চারা রোপন করা যাচ্ছে। এবং সবার আগে বাজারে শিম বিক্রি করা যায়। প্রত্যাশিত উৎপাদনের পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে।

কৃষি বিভাগ বলছে, কম খরচে বেশি লাভ হওয়ায় রাস্তার পাশে শিম চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।

এবার পরীক্ষামূলক শিম চাষ করা হলেও ফলন দেখে অন্যরাও আগ্রহী হয়ে উঠেছেন।

এ পদ্ধতিতে শিম চাষ করা গেলে পরে থাকা জমির সঠিক ব্যবহারের পাশাপাশি লাভবান হবেন কৃষকেরা।

 

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন