ঢাকা | বৃহস্পতিবার
১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে সবজি চাষে ভাগ্য ঘুরেছে কৃষকের

সবজি চাষ করে ভাগ্য ঘুরেছে রংপুর অঞ্চলের কৃষকদের। একসময় যেসব এলাকায় শুধু ধান চাষ হত সেখানে সবজির চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন কৃষকরা। কম সময়ে ফলন, খরচ কম এবং ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে সবজি চাষের আগ্রহ বেড়েছে।

রংপুরের বিভিন্ন এলাকায় এখন চাষ হচ্ছে শিম, লাউ, বেগুন, কপিসহ নানা জাতের সবজি। রংপুর মিঠাপুকুর উপজেলার কৃষক শাখাওয়াত হোসেন তিন বছর ধরে শিম আবাদ করছেন। এবার শিমের পাশাপাশি অন্যান্য সবজিও চাষ করেছেন তিনি।

অল্প সময়ে ফসল তোলার পাশাপাশি রোগবালাই এবং লোকসানের শংকা কম বলে অনেকেই এখন ঝুকেছেন সবজি চাষে। রংপুর অঞ্চলে চলতি মৌসুমে মোট ৩৮,২৭১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের জানায়, শস্য বিন্যাসের পাশাপাশি চাহিদা ও উৎপাদন কাছাকাছি থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষক। আর কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের সবজি চাষে আগ্রহী করতে মাঠ দিবসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন