ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসে তৈরী করুন প্রাকৃতিক ক্লিনজার

সাবান বা ফেসওয়াশের সাহায্যে মুখ পরিষ্কার করলেও ত্বকের গভীরে ময়লা ঠিকই থেকে যায়। দীর্ঘদিন এই ময়লা জমে থাকার ফলস্বরূপ দেখা দেয় ব্রণ কিংবা ব্ল্যাক হেডসের প্রভাব। তাই নিয়মিত ক্লিনজার ব্যবহার জরুরি।

নামীদামী ব্র্যান্ডের ক্লিনজার অবশ্যই উপকারী। তবে ঘরেও পরিচিত ও সহজলভ্য উপাদান দিয়ে ক্লিনজার তৈরি করা সম্ভব। প্রাকৃতিক উপাদানে তৈরি এমন একটি চমৎকার ক্লিনজার সম্পর্কে জেনে নিন আজকের ফিচার থেকে।

বেসন ও হলুদ গুঁড়া
সৌন্দর্য চর্চায় বেসনের ব্যবহার নতুন নয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যেমন ত্বকের প্রদাহকে কমাতে কাজ করে, তেমনই হলুদ গুঁড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অবদান রাখে। এছাড়া ত্বকের গভীর থেকে পরিষ্কার করতেও এই দুইটি উপাদান অনবদ্য।

ব্যবহার প্রণালীঃ দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ হলুদ গুঁড়া ও দুই টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে নিয়ে ঘন পেস্ট তৈরি হলে এটা মুখ, গলা ও ঘাড়ে ম্যাসাজ করে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন