ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়া প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠিয়েছে বাংলাদেশেও

সম্প্রতি মালয়েশিয়া ফেরত পাঠিয়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত ১৫০ কন্টেইনার প্লাস্টিক বর্জ্য। এই ব্যাপারে মালয়েশিয়ার পরিবেশমন্ত্রী ইয়েও বি ইন জানান, যারা আবর্জনার ডাস্টবিন বানাতে চান তার দেশকে, তারা সপ্নেই থাকুক।

জানা গেছে, বর্জ্যগুলো ১৩টি দেশে পাঠানো হয়েছে, যেগুলোর বেশিরভাগই ধনী। আরও ১১০ কন্টেইনার বর্জ্য ফেরত পাঠানোর কথা রয়েছে চলতি বছরের মধ্যবর্তী সময়ের মধ্যে।

২০১৮ সালে চীন প্লাস্টিক বর্জ্য নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ আবর্জনা যায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। কিন্তু এসব আবর্জনা ফেরত পাঠানোর চেষ্টা করছে মালয়েশিয়াসহ উন্নয়নশীল অন্য দেশগুলো।

আরও পড়ুনঃদ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বরিশালে

তাঁর মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত যাওয়া ১৫০ কন্টেইনারের মধ্যে ফ্রান্সে ৪৩, যুক্তরাজ্যে ৪২, যুক্তরাষ্ট্রে ১৭, কানাডায় ১১ ও স্পেনে ১০টি পাঠানো হয়েছে।বাকিগুলো পাঠানো হয়েছে সিঙ্গাপুর, পর্তুগাল, বাংলাদেশ,হংকং, জাপান,চীন, শ্রীলঙ্কা ও লিথুয়ানিয়ায়। তবে বর্জ্য ফেরত পাঠাতে মালয়েশীয় সরকার এক পয়সাও খরচ করেনি। পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ও আমদানিকারকরা এই অর্থ বহন করেছে।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন